logo

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | ১ কার্তিক, ১৪২৮

header-ad

কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া | আপডেট: ০১ নভেম্বর ২০১৮

কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় কৃষি অফিস চত্বরে ১ হাজার ৩’শ ৫০ জন কৃষকের হাতে সার ও বীজ তুলে দেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ ও পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা।

এসময় উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান মিঠু, জাসদ’র সাধারণ সমপাদক এসএম আনছার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার শামসুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নাফ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের ডিএপি ২০ কেজি এবং এমওপি ১০ কেজিসহ সরিষা, ভুট্টা, বোরো, চিনাবাদাম, তিল ও মুগের বীজ প্রদান করা হয়।

ফেমাসনিউজ২৪/ কেআর/ এস