তৃতীয় দফায় ৮৩টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ১৫ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৭ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি। নির্বাচন ১৫ মার্চ।
এর আগে গত ১৯ জানুয়ারি প্রথম দফায় ১০২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এসব উপজেলায় আগামী ১৯ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।
এছাড়া গত ২৩ জানুয়ারি দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এই ১১৭ উপজেলায় ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।