চুয়াডাঙ্গার দামুড়হুদার চারুলিয়ায় কানাইবাবুর আমবাগানের কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির দুই সদস্যকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন কমরেড শাহাবুর আলী (৩৭) ও কমরেড সেলিম উদ্দীন (৩৫)।
জানা যায়, রোববার গভীর রাতে মেহেরপুরের মুজিবনগর থানার মহাজনপুর গ্রামের আমির হোসেনের ছেলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য শাহাবুর আলী এবং একই গ্রামের আব্দুল জলিলের ছেলে সেলিম উদ্দীনকে পার্শ্ববর্তী কাজলের ইটভাটা থেকে দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। এরপর দামুড়হুদা উপজেলার চারুলিয়া কানাইবাবুর আমবাগানের কাছে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেমাস নিউজ ২৪ কে জানান, নিহতরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে দলীয় কোন্দলের জের ধরে তারা খুন হতে পারেন।