বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা মঙ্গলবার রাতে সাক্ষাত্ করবেন।
৮টায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হবে বলে বিএনপির একটি সূত্রে জানা গেছে। বৈঠকে বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ছাড়াও বিএনপির জনাকয় শীর্ষ নেতা ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।