logo

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ | ৪ মাঘ, ১৪২৭

header-ad

ফিরোজের সাংসদ পদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

ফেমাস নিউজ ডেস্ক | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৪

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ঋণখেলাপীর অভিযোগ থাকার পরও কোন আইনে তার সংসদ সদস্য পদ বহাল আছে তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে বেঞ্চ বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হকের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ প্রাথমিক শুনানি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

পরে ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান জানান, ঋণখেলাপীর অভিযোগ মাথায় নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।তাই তার সংসদ সদস্য পদে থাকা অবৈধ।

প্রসঙ্গত, পটুয়াখালী-২ আসনের এমপি আ স ম ফিরোজ গত শুক্রবার বাউফলে দলীয় একটি সংবর্ধনায় অংশ নিয়ে প্রকাশ্যে মাইকে উপঢৌকন হিসেবে ক্যাশ (নগদ অর্থ) দাবি করে সমালোচনার মুখে পড়েছেন।