logo

মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৮ কার্তিক, ১৪২৫

header-ad

সাগরে নিম্নচাপ, ১ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ সতর্ক সংকেত দেখাতে বলেছে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, নিম্নচাপটি আরও ঘণীভূত হবে। সেটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৩৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। সে সময় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪৪ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা গেল।

সেইসঙ্গে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার এবং গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়।

ডিসেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আগেই জানায়, বছরের শেষ মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ারও আশঙ্কাও আছে।

এর আগে, নভেম্বরের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়। পরে তা শক্তি হারিয়ে লঘুচাপে পরিণত হয়।

ফেমাসনিউজ২৪/আরআই/আরবি