logo

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad
সহকর্মীকে মারধর

ঢাবি অধ্যাপককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৯ মার্চ ২০১৮

সহকর্মীকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. অধ্যাপক মেজবাহ উল ইসলামকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  রোববার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ড. মেজবাহকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একাডেমিক বিষয় দেখার জন্য কলা অনুষদের ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মারধরের শিকার ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, তার অভিযোগে প্রশাসন ড. মেজবাহকে সাময়িক অব্যাহতি দিয়েছে। এ বিষয়ে তার কিছু বলার নেই। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনই যা করার করবে। বিষয়টি নিয়ে ড. মেজবাহর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

১৩ মার্চ সন্ধ্যায় ড. মেজবাহ উল ইসলাম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামকে নিজ কক্ষে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা রোববার সকালে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে এ ঘটনার বিচার ও দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো বিভাগের সব কর্মকাণ্ড থেকে চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি ও ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে তদন্ত কমিটি গঠন। এর পরই ভিসি এ পদক্ষেপ গ্রহণ করেন।

ফেমাসনিউজ২৪/আরআর/আরইউ