logo

সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ১০ চৈত্র, ১৪২৫

header-ad

এবার যমজ সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৫ মে ২০১৮

কন্যা সন্তানের বাবা হওয়ার দুই বছর পর এবার যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক।

গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার।

রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব এন এ এম জসিম উদ্দীন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় স্কয়ার হাসপাতালে স্যারের যমজ পুত্র সন্তানের জন্ম হয়। সন্তান ও মা ভালো আছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে হনুফা আক্তারকে বিয়ে করেন মুজিবুল হক। দেড় বছর পর ২০১৬ সালের মে মাসে তাদের মেয়ের জন্ম হয়। দুই বছর পর আবারও সেই মে মাসেই যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি