logo

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯ | ৩ মাঘ, ১৪২৫

header-ad

শেখ হাসিনাকে ফোন, যা বললেন তুরস্কের প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক | আপডেট: ১৬ মে ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন বিনালি।

এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিটের মতো আলাপ হয়।

টেলিফোনে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, আগামী ১৮ মে ফিলিস্তিনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে। এই সম্মেলনে যোগ দেয়ার জন্য তিনি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী বিনালি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েলের শক্তি প্রয়োগকে নিন্দা করেছেন। তিনি বলেছেন, এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম গতকালই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি