logo

মঙ্গলবার, ২১ মে ২০১৯ | ৭ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

সারাদেশে ক্লাস পরীক্ষা বর্জন, প্রভাব নেই জবিতে!

এফ. আর. বিপুল, জবি | আপডেট: ১৬ মে ২০১৮

কোটা সংস্কার আন্দোলনে প্রধানমন্ত্রীর ঘোষাণা অনুযায়ী প্রজ্ঞাপন জারির দাবিতে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে আন্দোলন চললেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এর কোনো প্রভাব পড়েনি।

কেন্দ্রীয় কমিটির ঘোষণায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন করার কথা বলা হলেও এর কোনো প্রভাব নেই জবিতে। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ উত্তাল থাকলেও স্থিতিশীল জবি ক্যাম্পাস। নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে সকল বিভাগে ক্লাস-পরীক্ষা।

এ বিষয়ে জবি কোটা সংস্কার আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল সুমন বলেন, জবিতে আন্দোলন থেমে গেছে এমন নয়। কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে ইংরেজি বিভাগের শিক্ষক নাসির স্যারের অপসারণ আদেশকে কেন্দ্র করে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায় তবে আপাতত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেন্দ্রীয় কমিটির সাথে শাহাবাগে অবস্থান নিয়েছিল জবি শিক্ষার্থীরা।

এদিকে, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। নাসির স্যারের অপসারণ কেন্দ্র করে সংগঠিত আন্দোলনে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় আপাতত প্রজ্ঞাপন জারির আন্দোলনে পিছিয়ে পড়েছে জবি শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন 'নাসির স্যার আন্দোলনে ব্যর্থ হয়ে মনোবল হারিয়ে ফেলেছে জবি শিক্ষার্থীরা।'

জবিতে সাধারণ কিছু শিক্ষার্থীর ভাষ্যমতে, অনেকের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে আবার কারো বেশ কয়েকটা পরীক্ষা শেষ হয়ে গেছে। তাই তারা চাচ্ছে যে তাদের পরীক্ষাটা শেষ হয়ে যাক ভালভাবে। এ সমস্ত কারণেও আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের শুরুতে সারাদেশে যখন তীব্র আন্দোলন হয় তখন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলো জবি শিক্ষার্থীরা। এসময় জবি শিক্ষার্থীরা, রায়সাহেব বাজার মোড় ও তাঁতিবাজার মোড় অবরোধ করে অচল করে দেয় পুরান ঢাকা, সদরঘাট ও ঢাকা-মাওয়া মহাসড়ক। পাশাপাশি শাহাবাগের অবরোধে জবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও চোখে পড়ার মত ছিল।

ফেমাসনিউজ২৪.কম/জেডআর