logo

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫ আষাঢ়, ১৪২৬

header-ad

বি. চৌধুরীর সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮

বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের তিন নেতা।

শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত বি. চৌধুরীর রাজধানীর বারিধারার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে তাদের কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উইং সদস্য শায়রুল কবীর খান কিছু জানেন না বলে জানিয়েছেন।