logo

মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ | ১২ চৈত্র, ১৪২৫

header-ad

বি. চৌধুরীকে স্বাগত জানালেন ইনু

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮

বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ না দেয়ায় বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

১৪ অক্টোবর রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্টের সাত দফার কোনো ভিত্তি নেই । এদের সাত দফায় কিছু অমিশন আছে, কিছু কমিশন আছে। তারা সাত দফার মাধ্যমে ভূতের সরকার কায়েম করতে চায়। এর মাধ্যমে তারা অস্বাভাবিক সরকার আনতে চায়। এটি কোনো নির্বাচনী জোট নয়, এটি নির্বাচনী ঘোঁট। তাদের সাত দফা হচ্ছে দুর্নীতিবাজ, খুনি, জঙ্গিদের রক্ষাকবচ।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এ মুহূর্তে কোনো রাজবন্দি নেই, যারা আছে তারা সবাই অপরাধী। খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তারেক রহমান খুনি, খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সাত দফায় তারা চিহ্নিত অপরাধীদের গায়ে রাজনৈতিক লেবেল এঁটে পুনর্বাসন করতে চায়।

তিনি বলেন, বদরুদ্দোজা চৌধুরী তাদের অবস্থা পরিষ্কার করেছেন। তারা গতকাল শনিবার পরিষ্কার করেছেন যে, বিএনপি-জামায়াতের জোটেও তারা যাবেন না, আওয়ামী লীগ জোটেও আসবেন না। তাদের এ অবস্থানকে আমি শ্রদ্ধা করি।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম