logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

সমাবেশের একদিন আগেই সিলেটে ঐক্যফ্রন্টের নেতারা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮

সমাবেশের একদিন আগেই সিলেটে চলে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। মঙ্গলবার বিকাল ৫টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আসেন জাতীয় ঐক্যফ্রন্টের কেস্দ্রীয় নেতারা। আগামীকাল মঙ্গলবার সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিলেট বিএনপি সুত্রে জানা গেছে, নেতাকর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে অংশ নিতে আজ বিকেলে সিলেটে পৌঁছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক জানান, আজ বিকাল ৫টা ৪০মিনিটে বিমানের একটি ফ্লাইটে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা সিলেট এসে পৌঁছান। তারা রাতে নগরীর হোটেল রোজভিউ এ রাত্রীযাপন করবেন বলে জানিয়েছেন আজমল বখত সাদেক।

বিএনপি সুত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টায় নগরীর রেজিষ্ট্রারী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করা হয়েছে। রেজিস্ট্রারী মাঠে সমাবেশের বিষয়ে অনুমতি দিয়েছে প্রশাসন।

সিলেট প্রশাসন সুত্রে জানা গেছে, বিএনপির রেজিষ্ট্রারী মাঠে সমাবেশের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। তবে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করা হলে প্রশাসন তা প্রতিহত করবে।

ফেমাসনিউজ২৪/ কেআর/এস