logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ | ৬ বৈশাখ, ১৪২৬

header-ad

মোটরসাইকেলে অফিসে গেলেন প্রতিমন্ত্রী পলক!

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯

মোটরসাইকেলে প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে কাজে যোগ দেন দ্বিতীয়বারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া জুনায়েদ আহমেদ পলক।

শপথ নেয়ার পর আজ মঙ্গলবার তিনি নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের জন্য সচিবালয়ে নিজ দপ্তরে যান।

নিজের ফেরিফাইড ফেসবুক পেজে ছবি পোস্ট করে পলক লেখেন, ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে।’

তবে প্রতিমন্ত্রীকে বহনকারী মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট থাকলেও তার হেলমেট ছিল না। ফেসবুকে ছবি পোস্ট করায় নিচে অনেকেই এর সমালোচনা করছেন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে নাটোর-৩ আসন থেকে বিএনপির দাউদার রহমানকে হারিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হন পলক। সদ্যবিলুপ্ত সরকারের মতোই তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব ফিরে পেয়েছেন।

পলক প্রথম সংসদ সদস্য হন ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে। এবার মিলে টানা তিনবার তিনি সংসদ সদস্য হলেন। বর্তমান সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কর্মযজ্ঞ চলছে, তা এগিয়ে নিতে কাজ করছেন এই তরুণ রাজনীতিক।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি