
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার দিবাগত রাতে ফকিরাপুলের কালভার্ট রোড থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে একটি লোহার ডাস্টবিনে এগুলো দেখে বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেয় পুলিশ। ডিস্পোজাল ইউনিট গুলি ও পিস্তল উদ্ধার করে এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।
ডাস্টবিন থেকে নাইন এমএম পিস্তলের মোট ৮ রাউন্ড গুলি, ২৮ রাউন্ড রাইফেলের গুলি, ১৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে ‘মেড ইন পাকিস্তান’ লেখা।
পুলিশের পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি লোহার ডাস্টবিনে কিছু গুলি ও গ্রেনেড পাওয়ার খবর পাই আমরা। পরে আমরা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেই। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কাজী শাহেদুজ্জামান আরও বলেন, এসব গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো- বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি