
সামাজিক নানা সমস্যা নিয়ে ফেসবুক লাইভ করে আলোচিত এই আইনজীবী। এর মধ্যে গতকাল রোববার গুলিস্তানে একটি বিদ্যালয়ের সামনে থাকা ডাস্টবিনে উঠে পড়েন সুমন।
সেখানে দাঁড়িয়ে তিনি ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি বিদ্যালয়টির সামনে থেকে ডাস্টবিনটি সরিয়ে নিয়ে দুর্গন্ধের যন্ত্রণা থেকে শিক্ষার্থীদের মুক্তি দেয়ার আহ্বান জানান।
ফেসবুক লাইভে সুমন বলেন, ‘আমি একটা ময়লা ডাস্টবিনের উপর দাঁড়িয়ে আছি। এটা একটা ডাস্টবিন। ডাস্টবিন থাকতেই পারে। কিন্তু এটা একটা বিদ্যালয়ের সামনে, বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে এই ডাস্টবিন।’
তিনি বলেন, ‘বিদ্যালয়টিতে ১ হাজার ৫০০ শিক্ষার্থী পড়ালেখা করে। সেই বিদ্যালয়ের ফটকেই এ ডাস্টবিন। জজকোর্ট থেকে হাইকোর্ট যাওয়ার পথে, গুলিস্তানে, সৈয়দ নজরুল ইসলাম সরণীর সামনে আপনারা এই ডাস্টবিনটি পাবেন।
‘আমার কষ্ট লাগে- কারোই এটা চোখে পড়ে নাই। ১ হাজার ৫০০ বাচ্চা যে জায়গায় থাকে, সে বাচ্চার চোখের সামনে আপনি সারাক্ষণ, দুর্গন্ধের ডাস্টবিন রেখে দিয়েছেন।’
আইনজীবী সুমন আরও বলেন, ‘এদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেন। কোনো বিদ্যালয়ের সামনে দুর্গন্ধের ডাস্টবিন থাকতে পারে না।
আল্লাহর ওয়াস্তে এদের দুর্গন্ধ থেকে মুক্তি দেন। এদের যদি দুর্গন্ধ থেকে মুক্তি দেন, আমার বিশ্বাস তখনই বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে।’
ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি