
কাজল তার সাধারন ডায়েরিতে অভিযোগ করে বলেছেন, শুভ নামে এক ছেলেকে পুলিশ গ্রেফতার করে। এ বিষয়টি জানতে তিনি থানায় যান। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে কী কারনে গ্রেফতার করা হয়েছে তা জানতে চান কাজল। এসময় ওই কক্ষে স্থানীয় আরও বেশ কয়েকজন ছিলেন। তারা কাজলের উপর ক্ষুব্ধ হন। ওসির সামনেই কাজলকে তারা মারার জন্যে তেড়ে আসতে থাকেন। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা।
কাজল তার সাধারণ ডায়েরীতে বলেন, হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। হট্টগোলের সময় ওই কক্ষে পুলিশ এসে ক্ষুব্ধ লোকজনকে সরিয়ে নিয়ে যায়। পরে কাজল ৫জনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ৮৫৪।
ফেমাসনিউজ২৪/ এসএ/ কেআর