logo

মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ | ১৩ মাঘ, ১৪২৭

header-ad

নিহতরা প্রত্যেকে এক লাখ, দগ্ধরা পাবেন ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর চকবাজার এলাকায় ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারকে এক লাখ এবং প্রত্যেক দগ্ধের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের জন্য সমবেদনা জানান শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

গতকাল বুধবার রাত চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন নিহতের খব জানা গেছে।

আহত হয়েছেন অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি ৯ জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি