logo

মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৮ কার্তিক, ১৪২৫

header-ad

ছিনতাইকালে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় রডভর্তি একটি ট্রাক ছিনতাই করে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয়েছেন দুইজন। তাদের  নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক জুয়েল বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি রডবোঝাই ট্রাক ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল ওই যুবকরা। তখন স্থানীয়রা তাদের ধরে গণধোলাই দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ফেমাসনিউজ২৪/আরআই/আরবি