logo

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

জুলহাস-তনয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২০ মে

অ্যাড. এমদাদুল হক লাল, আদালত প্রতিবেদক | আপডেট: ১৫ এপ্রিল ২০১৮

কলাবাগানে নিজ বাসায় ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যা মামলায় তদন্ত দাখিল করেনি পুলিশ। ফলে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে ধার্য্য করেছেন।

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল রোববার। মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ দিন ধার্য করেন।

গেল ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা করেন।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম