logo

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯ | ৩ মাঘ, ১৪২৫

header-ad

বিএনপির সাংগঠনিক সম্পাদক জীবন কারাগারে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৭ অক্টোবর ২০১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. সাখাওয়াত হাসান জীবনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তিনি জামিন আবেদন করলে তা মঞ্জুর না করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

তার বিরুদ্ধে ঢাকার রমনা, ডেমরা থানাসহ কয়েকটি থানায় মামলা রয়েছে। এসব মামলাতে সম্প্রতি উচ্চ আদালতে জামিনের আবেদন জানালে সেখান থেকে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনা দেয়া হয়।

এরই প্রেক্ষিতে তিনি বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ হয়ে জামিন আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর না করে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী ফেমাসনিউজ২৪ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ডা. সাখাওয়াত হাসান জীবনকে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ফেমাসনিউজ২৪/কেআর/এস