
একইসঙ্গে সারাদেশের সড়ক ও মহাসড়কে থাকা বিপজ্জনক খুঁটি চিহ্নিত করে তা অপসারণে নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
১৩ ফেব্রুয়ারি বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
এর আগে একটি জাতীয় দৈনিকে দেশের সড়ক ও মহাসড়কে থাকা বৈদ্যুতিক খুঁটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। এরপর আদালতের নির্দেশে তিনি হাইকোর্টে রিট করলে শুনানিতে আদালত এ আদেশ দেন।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম