logo

সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৭ কার্তিক, ১৪২৫

header-ad

নীরবেই কাটছে মরমী কবির মৃত্যুবার্ষিকী

সুনামগঞ্জ প্রতিনিধি | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭

১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেন হাসন রাজা। আর মারা যান ১৯২২ সালের ৬ ডিসেম্বর।

মরমী এ সাধক জীবদ্দশায় প্রায় ২০০ গান রচনা করেছেন। কিন্তু এ সাধকের মৃত্যুবার্ষিকী নীরবে পার হচ্ছে।

হাওর-বাওড় ও মেঘালয় পাহাড়ের পাদদেশের জেলা সুনামগঞ্জ ‘হাসন রাজার দেশ’হিসেবেই পরিচিত। কিন্তু মরমী এই সাধকের জন্ম-মৃত্যুতে বরাবরই খুব একটা আয়োজন থাকে না। পারিবারিকভাবেও কোনো অনুষ্ঠানের আয়োজন হয়নি এ বছর। হাসন রাজার গানে সহজ-সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছিল; তেমনি আধ্যাত্মিক কবিও ছিলেন তিনি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনে হিবার্ট বক্তৃতায় হাসন রাজার দুটি গানের প্রশংসা করেন। কিন্তু প্রখ্যাত এই মরমী সাধকের জীবন-দর্শন ও গানের চর্চা এখন আর প্রাতিষ্ঠানিকভাবে হয় না বললেই চলে।

ফেমাসনিউজ২৪/আরআই