logo

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

ছোটদের রকীব শাহ গ্রন্থের পাঠোন্মোচন

সিলেট প্রতিনিধি | আপডেট: ০৩ মার্চ ২০১৮

প্রকৃতি-বর্ণনা আধুনিক কাব্যের প্রধান বৈশিষ্ট্য। রকীব-সাহিত্যে প্রকৃতির মনোরম বর্ণনা পাওয়া যায়। তিনি মরমি সাধক হয়েও সমাজভাবনা, সমকালীন জীবনসংকটের কথা তার কাব্য ও সংগীতে উপস্থাপন করেছেন। সৃজনশক্তির বলেই রকীব শাহ মানুষের মনে আত্মপ্রতিষ্ঠা লাভ করেছেন।

বৃহস্পতিবার রাত ৯টায় রকীব শাহ পরিষদ আয়োজিত সিলেটের কাজিটুলায় রকীব শাহ মাজার প্রাঙ্গণে তরুণ গবেষক সৈয়দা আঁখি হক প্রণীত ছোটদের রকীব শাহ গ্রন্থের পাঠোন্মোচন শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

তিন দিনব্যাপী ৫২তম বার্ষিক ওরসের দ্বিতীয় দিন ও পাঠোন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর আবদুল আউয়াল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগীতে একুশে পদকপ্রাপ্ত সুষমা দাশ, অধ্যাপক বিজিত কুমার দে, কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (অর্থ) মোসাব্বির মোহাম্মদ মুসা, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, দৈনিক আজকালের খবরের কান্ট্রি ইনচার্জ আনোয়ার সাদাত সবুজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রকীব শাহ পরিষদের সভাপতি ডক্টর কাজী কামাল আহমদ। লেখক অভিভাষণ করেন সৈয়দা আঁখি হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থপতি কাজী আরিফ আহমদ।

পরে তরুণ গবেষক সৈয়দা আঁখি হক প্রণীত ছোটদের রকীব শাহ গ্রন্থের পাঠোন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মকফুর চাই, জহিরুল ইসলাম সেতু, আল আমিন, নাজমুল হোসেন রনি, মো. আকবর প্রমুখ।

ফেমাসনিউজ২৪/আরইউ