logo

সোমবার, ২৭ মে ২০১৯ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

আড়ায় ঝুলছে বিএনপি নেতার লাশ

পাবনা প্রতিনিধি | আপডেট: ১৪ জুন ২০১৮

পাবনার বেড়া উপজেলায় নিজ ঘর থেকে বিএনপি নেতা আবদুল হামিদের (৫২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের ভাই ইউনুছ আলী জানান, ভাই নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। আমরা সাহরির সময় উঠে তাকে ঝুলন্ত দেখতে পাই। তিনি বলেন, পরে পুলিশে খবর দেয়া হয়। তার পারিবারিক কোনো সমস্যাও ছিল না। তাই প্রাথমিকভাবে ভাইয়ের আত্মহত্যার কারণ বুঝতে পারছি না।

শনিবার ভোররাতে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাশীনাথপুর আবদুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তিনি কালিকাপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

ওসি সুকুমার মোহন্ত জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধর করে থানায় নিয়ে গেছে পুলিশ।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি