logo

রবিবার, ২৬ মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

সাঁইজির আখড়ায় গুরুভক্তিতে মগ্ন বাউলরা

ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া | আপডেট: ১৭ অক্টোবর ২০১৮

সাধুর হাটে সাধুর আরাধনা। লালনের মর্মবাণী উপলব্ধী অতঃপর খাঁটি মানুষ হওয়ার প্রাণান্তকর চেষ্টা। কুষ্টিয়ার ছেঁউড়িয়ার এমন সাধুর হাট যেন বিশ্বের কোথাও নেই।

মরমী সাধক ফকির ফকির লালন শাহের ১২৮তম তিরোধান দিবসে সাঁইজির আখড়াবাড়ীতে এমনই সাধুর হাট বসেছে।

সেবা গ্রহণের মধ্য দিয়ে ফকির-সাধুদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। তারপরও সাঁইজির আখড়ায় উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য সাধু-ভক্ত। তারা সাঁইজির আরাধনায় মগ্ম। কীভাবে সোনার মানুষ হওয়া যায়, সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায়- সেই বুঝ নিতে গুরু ভক্তিতে মগ্ন বাউলরা।

তবে লালনের মর্মবাণী বোঝা কঠিন, বুঝতে হলে একজন গুরুর সান্নিধ্যে আসতে হবে। দর্শনার্থীরা মনে করেন- বই পড়ে লালন সম্পর্কে জানা কঠিন, লালন সম্পর্কে জানতে হলে সাঁইজির ধামে আসতেই হবে।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি