logo

সোমবার, ২৭ মে ২০১৯ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

৭৫৫ কোটিতে বিক্রি হলো হাতে আঁকা ছবি!

শিল্প-সাহিত্য ডেস্ক | আপডেট: ১৭ নভেম্বর ২০১৮

নিউ ইয়র্কের হকনি’র ‘পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট’ নামের একটি ছবি নিলামে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। গত বৃহস্পতিবার ছবিটি বিক্রি হয়। চিত্রবিষয়ক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

জানা যায়, কোনো শিল্পীর জীবদ্দশায় বিক্রি হওয়া ছবির দামে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এটি।

অথচ ডেভিড হকনি’র এই ছবিটি ১৯৭২ সালে প্রথম বিক্রি হয়েছিল মাত্র ২০,০০০ ডলারে। ছয় মাসের মাথায় সেই ছবি আবার ৫০,০০০ ডলারে বিক্রি হয়।

গত বছর একই নিলামে ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল লিওনার্দো দা ভিঞ্চি’র ‘সালভাদোর মুন্দি’ ছবিটি। যা চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ছবি।

জীবদ্দশায় নিজের সৃষ্টির এমন মূল্য পাওয়ার সবচেয়ে বড় রেকর্ডটি এখন হকনির। এর আগে এই রেকর্ড ছিল আরেক মার্কিন শিল্পী জেফ কুনস-এর। তার আঁকা ‘বেলুন ডগ’ ছবিটি ২০১৩ সালে ৫৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি