logo

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০ | ১১ মাঘ, ১৪২৬

header-ad

পোশাক দান

সাকিব জামাল | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮

উত্তর থেকে বইছে হাওয়া-
হিম হিম ভীষণ শীত,
ছোটবড় কাঁপছে সবাই-
নড়ছে দেহের ভিত!

গরিব-দুঃখীর বড়ই কষ্ট-
পরার পোশাক তাদের নাই,
আমার সকল বন্ধুর কাছে-
শীতের পোশাক চাই।

স্কুলে রাখা দান বাক্সে-
সে পোশাক করব দান,
শীতে সবাই ভালো থাকবে-
চায় যে আমার প্রাণ।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি