logo

শনিবার, ২৫ মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

কী লেখা আইনস্টাইনের চিঠিতে?

শিল্প-সাহিত্য ডেস্ক | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮

১৯৫৪ সালে আলবার্ট আইনস্টাইনের লেখা একটি চিঠি এখন বেশ আলোচনায়। চিঠিটি লেখা ছিল তার মৃত্যুর ঠিক এক বছর আগে।

নিলামে তিন মিলিয়ন ডলারে বিক্রি হওয়া ওই চিঠিটি ‘গড লেটার’ হিসেবে পরিচিত। আশা করা হচ্ছিল- নিউইয়র্কে নিলামে এটি হয়তো দেড় মিলিয়ন ডলার পর্যন্ত দামে বিক্রি হতে পারে।

ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার বিতর্কের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি হিসেবেই এখন দেখা হচ্ছে চিঠিটিতে।
নোবেল বিজয়ী এ বিজ্ঞানী ৭৪ বছর বয়সে লেখা দেড়পাতার ওই চিঠিটি লিখেছিলেন জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডের কাছে। এ চিঠিতে মাতৃভাষা জার্মান ভাষাতেই তিনি ঈশ্বরে বিশ্বাসে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

চিঠিতে তিনি বলেছেন, ‘ঈশ্বর শব্দটি আমার কাছে মানুষের দুর্বলতার একটি বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। কোনো ব্যাখ্যাই যে তার এ ধারণার পরিবর্তন করতে পারবে না সেটিও তিনি সেখানে পরিষ্কার করেই লিখে দিয়েছিলেন।

নিজ সম্প্রদায় ইহুদিদের তিনি অন্য মানুষ থেকে আলাদা কিছু নয় বলেও তার মতামত দিয়েছেন এই চিঠিতে।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি