
আধুনিকতাকেও মেনে নিয়েছিলেন এই কবি। ১৯৩৬ সালে জন্ম হলেও ২০১৮ সালেও তিনি ছিলেন তরুণ। বর্তমান প্রজন্মের সঙ্গেও তাল মিলিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন সক্রিয়। এমনকি তার ফেসবুক আইডিতে নিয়মিত আপডেট দিতেন। তার লেখা কবিতা ফেসবুকে পোস্ট করতেন প্রায় নিয়মিত।
২০১৭ সালের ২২ আগস্ট ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন কবি আল মাহমুদ। পাঠকের জন্য কবিতাটি তুলে ধরা হলো-
সবুজ পাতায়
আল মাহমুদ
এখনো পূর্ণ করনি কিছুই কথা যা ছিল
সবি পড়ে আছে এলোমেলো আর অর্ধেক সব;
গুচ্ছে গুচ্ছে মিল এসেছিল অন্তর্মিলও
সবুজ পাতায় মেলেছিল তার অবুঝ পরব।
কিছু তার তুমি মিলিয়েছো ঠিক কিছু বা অমিল
বলেছিলে আর কথা বলবার শব্দ কোথায়!
আজো সে কথার গন্ধ তোমার করে ঝিলমিল
আরো কিছু কথা ঝুলে আছে দূরে শূন্য সুতায়।
সে কথক তার মেলবার ভার তোমার ওপর
পাখির মতোই হৃদয় খাঁচায় তুললো কুজন;
তাকাওনি তুমি তপ্ত আকাশে তৃপ্ত দুপুর
এসে চলে গেছে পায়নি তোমার মনের ওজন।
অবহেলা আর অবজ্ঞা নিয়ে কেটে গেছে কাল
মেলাওনি তার হৃদয়ের সেই আর্তির রব;
মনের গুচ্ছে ঝুলে আছে ক'টি রঙিন মাকাল
আঙুরের মতো শব্দগুলোই রয়েছে নীরব।
##
এর আগে ১৭ ফেব্রুয়ারি তিনি আরও একটি কবিতা পোস্ট করেন-
বলবে কে আজ পথের কথা
আল মাহমুদ
অন্ধ কবি হাতড়ে বেড়াই গানের কোথায় শেষ
পাই না তো শেষ, পাই না তো লেশ কাঁপছে বাংলাদেশ
বলবে কে আজ পথের কথা কে দেখাবে দিক
হাতড়ে বেড়াই হাওয়ার মাঝে পাওয়ারই অধিক
সোনার টাকা পাবো বলে বাড়িয়ে দিলাম হাত
আমার মুঠোয় বন্ধ হলো সবার দিন ও রাত
তবু সোনার মোহর আমি বন্ধ করি রোজ
সবাই খোঁজে পায় না খুঁজে আমার কোন খোঁজ ।
কেবল আমি হারিয়ে গেছি বাড়িয়ে রেখে পা
কোথা থেকে হায় কোথায় যাব কেউতো জানে না।
এভাবে বিভিন্ন সময় ফেসবুক আইডিতে কবিতা পোস্ট করেছেন আধুনিক কবি আল মাহমুদ। এ ছাড়া ২০১৮ সাল পর্যন্ত কবি আল মাহমুদ ফেসবুকে সক্রিয় ছিলেন।
বিভিন্ন সময়ে তিনি তার ছবি দিয়েছেন। লিখেছেন বিভিন্ন লেখা। সর্বশেষ ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর তিনি তার ফেসবুকের প্রোফাইল ছবি আপডেট করেন।
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ গতকাল শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি