logo

মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৮ কার্তিক, ১৪২৫

header-ad

১০ শতাংশ লভ্যাংশ দেবে সোনালী আঁশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে সোনালী আঁশের পরিচালনা পর্ষদ।

১০ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে একটাকা করে পাবেন বিনিয়োগকারীরা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ২২৫ টাকা ১৯ পয়সা।

৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।এ ক্যাটাগরির কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালে।

ফেমাসনিউজ২৪ডটকম/বিবি/এফ/এন