logo

শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | ৪ কার্তিক, ১৪২৫

header-ad

এনআরবি ব্যাংকের এমডি অপসারণ চিঠিতে যা লেখা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭

অনিয়ম, দুর্নীতির অভিযোগে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেয়ান মুজিবর রহমানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ সংক্রান্ত একটি চিঠি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পাঠানো হয়। ব্যাংক কোম্পানির আইনের ৪৬ ধারায় আইন লঙ্ঘন ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

চি‌ঠিতে বলা হ‌য়, পর্ষদ সদস্য‌দের অ‌নৈ‌তিকভা‌বে সু‌বিধা প্রদানের প্রমাণ পাওয়া গে‌ছে। এ ছাড়াও ঋণ বি‌তর‌ণেও অ‌নিয়ম হয়েছে। এসব কার‌ণে এম‌ডি‌কে অপসারণ করা হ‌য়ে‌ছে। আগামী দুই বছর দেওয়ান মুজিবর রহমান কো‌নো আর্থিক কমর্কা‌ণ্ডে অংশগ্রহণ কর‌তে পার‌বেন না।

ফেমাসনিউজ২৪/আরআই