logo

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮ | ৯ ফাল্গুন, ১৪২৪

header-ad

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

ফেমাসনিউজ ডেস্ক   | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার দক্ষিণ জামশা বাজারে সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিঠু, জামশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল করিম ও ব্যাংকের এজেন্ট মো. আব্দুল বাতেন। স্বাগত বক্তব্য রাখেন- সিঙ্গাইর শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম।

ফেমাসনিউজ২৪/এসআর