logo

মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ১ কার্তিক, ১৪২৫

header-ad

রোজায় ব্যাংকে গ্রাহক লেনদেনের সময়সূচি

অর্থ-বাণিজ্য ডেস্ক | আপডেট: ১৪ মে ২০১৮

পবিত্র রোজায় ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে গ্রাহক লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এক প্রজ্ঞাপনে রোজার মাসের জন্য ব্যাংকের অফিস কার্যক্রম ও লেনদেনের সময়সূচি উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। জানায়, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।

লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এসময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।

রোজার মাস শেষ হওয়ার পর ব্যাংকের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়।

এবার রোজায় সরকারি অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে রোজা শুরু হতে পারে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম