logo

বুধবার, ২০ মার্চ ২০১৯ | ৬ চৈত্র, ১৪২৫

header-ad

সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার এনামুল

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ০৬ আগস্ট ২০১৮

সোনালী ব্যাংক লিমিটেড- এর ডিজিএম এনামুল হককে জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। তিনি জেনারেল ম্যানেজার’স অফিস, রংপুর এর দায়িত্বভার গ্রহন করেন।

পদোন্নতির পূর্বে তিনি প্রধান কার্যালয়ের এস্টাব্লিসমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশনের প্রধান (ডেপুটি জেনারেল ম্যানেজার) হিসেবে সফলতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৪ সালে ট্যালেন্টপুলে সিনিয়র অফিসার হিসেবে দেশের সর্ববৃহৎ বানিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে যোগদান করে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি ব্যাংকের বিভিন্ন কর্পোরেট শাখা, প্রিন্সিপাল অফিস ও আঞ্চলিক কার্যালয় প্রধান হিসেবে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তিনি আইবিবির একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। তিনি ১৯৬০ সালে ফেনী জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।

ফেমাসনিউজ২৪.কম/কেআর/এস