logo

মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ | ৯ মাঘ, ১৪২৫

header-ad

রবি-এটি হক সমঝোতা চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১০ নভেম্বর ২০১৮

মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) ব্যবহার করে রবি’র কর্পোরেট সেবায় আসল ফুড ব্র্যান্ড এটি হক লিমিটেড। চুক্তির আওতায় এটি হক লিমিটেড রবি’র কর্পোরেট সল্যুশন, বিশেষ কলরেট, বিশেষ ডেটা বোনাস প্যাক, ভয়েস সংযোগ এবং অন্যান্য ভ্যালু অ্যাডেড সেবা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে হক গ্রুপ অফিসে এটি হক লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর আদম তমিজি হক এবং রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন এটি হক লিমিটেড’র চিফ ফিইন্যান্সিয়াল অফিসার বিপুল কুমার ভৌমিক, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী তৌহিদুজ্জামান, হেড অব বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড লজিস্টিক মোসফাকুর রহমান, হেড অব এইচআর মো. সাইফুল হাসান, রবি’র হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন নোবেল, হেড অব এসএমই আবুল কালাম মোহাম্মাদ নাজমুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম ভুঁইয়া, জেনারেল ম্যানেজার মুস্তফা কামাল ইউসুফ, গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি বিজনেস ম্যানেজার খন্দকার মোসাব্বের হোসেন প্রমুখ।