logo

কারখানার আগুনে গাজীপুরে দগ্ধ ১১ জন

গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রসাধনী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর এলাকায় পলিব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামক কারখানায় আগুন লাগে।

এতে ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে আগুনে দগ্ধ ১১ শ্রমিকের পরিচয় জানা যায়নি। দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার এইচ আর কমপ্লাইন্স ম্যানেজার মো. এনামুল হক হাওলাদার জানান, কারখানার একতলা শেড ভবনে হিটিং মেশিনের পাওয়ার কন্ট্রলার ডিভাইজ থেকে আগুন লাগে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে পুড়ে কারখানার মেটাল বাটন, জিপার ও ক্যামিকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের কর্মীরা ফেরত আসে।

ফেমাসনিউজ২৪/আরআর/আরইউ