logo

মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৮ কার্তিক, ১৪২৫

header-ad

জবিস্থ ময়মনসিংহ ছাত্রকল্যাণের সভাপতি শুভ, সম্পাদক রাব্বি

এফ. অার. বিপুল, জ‌বি | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফজলে রাব্বি। প্রায় আড়াই বছর পর জবিস্থ ময়মনসিংহ ছাত্রকল্যাণের পূনর্মিলনী অনুষ্ঠান শেষে এ নতুন কমিটি গঠন করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) পুরাণ ঢাকার একটি রেস্টুরেন্টে এ পুনর্মিলনী ও নতুন কমিটি ঘোষিত হয়।

পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন নাট্যকলা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইংরেজি বিভাগের ছাত্র মো. ফজলে রাব্বি।

এ সময় অন্যান্যদের মধ্যে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল, সাবেক সহ-সভাপতি হানিফ আহমেদ, নতুন কমিটির সহ-সভাপতি আল-মামুন কবির, তানজিনা শিমু, সাংগঠনিক সম্পাদক আকিব বীন বারী ছাড়াও জবিস্থ ময়মনসিংহ জেলার সাবেক নেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেমাসনিউজ২৪.কম/এস/এস