logo

শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | ৪ কার্তিক, ১৪২৫

header-ad

জাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি, আহত ৭

আবির আব্দুল্লাহ, জাবি | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট মারামারিতে সাতজন আহত হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় দিবস উপলক্ষে চ্যান্সেলর কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও আল-বেরুনী হলের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা চলাকালীন মীর মশাররফ হোসেন হলের খেলোয়ার সালমান শাহকে অপরপক্ষের জনি লাংবাং ফাউল করে ফেলে দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে উঠে এসে জনিকে মারতে উদ্যত হন। এ সময় দর্শক সারিতে থাকা মীর মশাররফ হোসেন হলের ছাত্ররা জনিকে বেধড়ক পেটালে দুই হলের ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আল-বেরুনী হলের আব্দুল্লাহ আল মামুন, জামশেদ আলম (আন্তর্জাতিক সম্পর্ক-৪৩) এবং মীর মশাররফ হোসেন হলের অন্তর (নৃবিজ্ঞান-৪৩), ফয়সাল (সরকার ও রাজনীতি-৪৫) ও এনায়েত (ইংরেজি-৪৬) আহত হয়। এ সময় খেলার পরিচালক ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। আহত জনি লাংবাংকে আশঙ্কাজনক অবস্থায় সাভার এনাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফেমাসনিউজ২৪.কম/এস/এস