logo

মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৮ কার্তিক, ১৪২৫

header-ad

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

কুবি প্রতিনিধি | আপডেট: ১২ জানুয়ারি ২০১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আইনুল হক। এবারের নির্বাচনেও মূলধারার বঙ্গবন্ধু পরিষদসমর্থিত নীল দল নিরঙ্কুশ জয় লাভ করেছে।

এতে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী। নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদ (কামাল-নন্দী) সমর্থিত অপর গ্রুপ মূলধারার বঙ্গবন্ধু পরিষদের সমর্থিত নীল দলের কাছে পরাজিত হয়।

কুবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন সমিতির সদস্যরা। ভোট গ্রহণ চলে দুপুর দেড়টা পর্যন্ত। শিক্ষকদের ১৭৮ ভোটারের মধ্যে ১৪৬ জন ভোট দিয়েছেন। বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক ঘোষিত প্যানেলেই (১৫টি পদেই) জয়লাভ করেছে।

পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম ও মেহেদী হাসান (সহ-সভাপতি), মো. জিল্লুর রহমান সিদ্দিকী (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. এমদাদুল হক (কোষাধ্যক্ষ), মো. আবুল হায়াত (সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক) এবং মোহাম্মদ আতিকুর রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক)।

৭টি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. সাদেকুজ্জামান, ফিরোজ আহমেদ, মো. মেহেদী হাসান, জিল্লুর রহমান, মাহবুবুল হক ভুঁইয়া, ড. মোহাম্মদ জুলহাস মিয়া ও ড. মো. শামীমুল ইসলাম।

উল্লেখ্য, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ, যার মেয়াদকাল হবে এক বছর।

ফেমাসনিউজ২৪ডটকম/এফ/এন