logo

সোমবার, ১৯ মার্চ ২০১৮ | ৫ চৈত্র, ১৪২৪

header-ad

জবিতে সর্বোচ্চ সংখ্যক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান

এফ. আর. বিপুল, জ‌বি  | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতা ২০১৭-১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বেলুন উত্তোলনের মাধ্যমে এ প্রতিযোগিতার  উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পরিচিতি অনেকটাই ক্রিকেট খেলার সফলতার মাধ্যমে। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ (২৫) সংখ্যক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর প্রতিযোগিতার আয়োজন করেছে, এদিক দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সৌভাগ্যবান।

আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতা ২০১৭-১৮' এর প্রধান পৃষ্ঠপোষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, উচ্চশিক্ষার সঙ্গে সেঙ্গে খেলাধুলার মানোন্নয়ন করাও জরুরি। অবকাঠামোগত সমস্যা থাকা স্বত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। ভালো পারফম্যান্সের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করতে সক্ষম।

আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতা ২০১৭-১৮' এর সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া-এর সভাপতিত্বে ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. মিনহাজ উদ্দীন- এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর সুমন।  

এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদ (শিক্ষার্থী), অফিসিয়াল কর্মকর্তাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেমাসনিউজ২৪/এসআর