logo

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | ১৩ বৈশাখ, ১৪২৫

header-ad

বঙ্গবন্ধুর নামের বানান ভুল করলো ঢাবি'র মুহসীন হল!

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৬ মার্চ ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল। অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুল লেখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র হলের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭/০৩/২০১৮ তারিখ শনিবার স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর (এটা হবে- মুজিবুর) রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী (৯৮তম জন্মবার্ষিকী) উপলক্ষে বাদ আসর হল মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে আপনি আমন্ত্রিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন ভুলের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানি। তার স্ট্যাটাসটি ফেমাসনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘ভুলগুলো ইচ্ছাকৃত বলবো না, তবে এখানে অসাবধানতা, হেয়ালিপনা, উদাসীনতা সুস্পষ্ট।’

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের প্রাধ্যক্ষের নামের বিজ্ঞপ্তিতে এমন ভুল দুঃখজনক।’

‘বি:দ্র: পিতা মুজিবের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ; সে হিসেবে ২০১৮ সালের ১৭ মার্চ, ৯৮তম জন্মবার্ষিকী, ৯৯তম জন্মদিবস।’

ফেমাসনিউজ২৪/এমআরইউ/এফএম/এমএম