logo

সোমবার, ২৭ মে ২০১৯ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

৫ লাখ টাকায় জিপিএ-৫! (ভিডিও)

শিক্ষাঙ্গন ডেস্ক | আপডেট: ১০ জুন ২০১৮

জিপিএ-৫ নামক সোনার হরিণের জন্য কত না পরিশ্রম করতে হয় শিক্ষার্থীদের। এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে অনেকে জিপিএ-৫ পেলেও এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ হলে অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, যারা হয়তো প্রশ্নফাঁসের অপেক্ষায় ছিলেন।

সম্প্রতি অভিযোগ উঠেছে, এখন অর্থের বিনিময়ে জিপিএ-৫-এর পেছনে দৌড়াচ্ছেন কেউ কেউ। অর্থের বিনিময়ে জিপিএ-৫ বিক্রির একটি সিন্ডিকেটও নাকি রয়েছে, যারা ২-৫ লাখ টাকা নিয়ে থাকেন।

চক্রটির সঙ্গে নাকি শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত। তারা ফেল করা বিষয়ে পাস করানোরও ক্ষমতা রাখেন। কারণ পরীক্ষার খাতা কোনো অর্থবহন করে না। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধানে ওঠে এসেছে এমন তথ্য।

সেখানে দেখা গেছে, নাম-সর্বস্ব কলেজ খুলে লাখ টাকায় জিপিএ-৫ বিক্রি করা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের কাছে, যার কাছ থেকে যা নিতে পারেন।

ফেমাসনিউজ২৪/এফএম/এমএম