logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ | ৬ বৈশাখ, ১৪২৬

header-ad

ঢাবির ঘ-ইউনিটের ফল ঘোষণা বিকেলে

শিক্ষা ডেস্ক | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ স্থগিতের কথা জানায় কর্তৃপক্ষ। ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় ৬ জনকে গ্রেফতার করা হয়।

ফেমাসনিউজ৩৪.কম/আরআই/আরবি