logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

জেনে নিন কবে, কখন পিএসসি পরীক্ষা

শিক্ষাঙ্গন ডেস্ক | আপডেট: ২১ অক্টোবর ২০১৮

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১৮ নভেম্বর থেকে একযোগে পরীক্ষা শুরু হবে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

তবে এবার সকাল ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট থেকে বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে।

আগামী ১৮ নভেম্বর প্রথমদিন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৯ নভেম্বর হবে বাংলা পরীক্ষা।

২০ নভেম্বর প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ নভেম্বর প্রাথমিকে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদয়ীতে আরবি বিষয়ের পরীক্ষা হবে।

২৫ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষ ২৬ নভেম্বর প্রাথমিকে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ীতে কোরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম