logo

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫ আষাঢ়, ১৪২৬

header-ad

এপ্রিলে ৪০তম বিসিএস প্রিলি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১১ জানুয়ারি ২০১৯

আগামী এপ্রিল মাসে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্যেই প্রস্তুতি চলছে সরকারি কর্ম কমিশনে (পিএসসি)। পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানান।

তিনি জানান, এ বিসিএসে সর্বোচ্চসংখ্যক প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন। এপ্রিল মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ওই সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। এর ফাঁকে কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেয়া যায়, তার জন্য আমরা কাজ করছি।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রথম শ্রেণির ক্যাডার সার্ভিসের চাকরির জন্য আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এ বিসিএসে মোট ১ হাজার ৯০৩টি পদের বিপরীতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী।

পিএসসিতে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর আবেদনের রেকর্ড এটি। কীভাবে এত প্রার্থীর পরীক্ষা নেয়া যায়, সেজন্য এখন পরিকল্পনা করছে পিএসসি।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি