logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

মাহির পরিবর্তে নুসরাত

বিনোদন প্রতিবেদক | আপডেট: ১৭ মে ২০১৫

Nusrat Faria
মাহির সাথে চুক্তি শেষ হবার পর থেকে জাজ বার বার বলে আসছিল ‘পুলিশগিরি’তে নায়িকা হিসেবে মাহি থাকছেন। কিন্তু জাজ তার অবস্থান থেকে সরে এলাে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ পুলিশগিরি ছবির জন্য নতুন নায়িকা নিচ্ছে।

নায়িকা তাদের ঘরের নতুন অতিথি নুসরাত ফারিয়া। মূলত মাহিকে নিয়ে চলমান ‘স্ক্যান্ডাল ইস্যু’কে জাজ তার বাদ দেবার কারণ হিসেবে বলতে চাইছে।

পরিচালক বলেন, এখন পর্যন্ত নুসরাত ফারিয়া ছবির নায়িকা হিসেবে চূড়ান্ত। কোন কারণে তার শিডিউল না মিললে জলিকে নিয়ে কাজ করা হবে।

ছবিটির শুটিং আরও আগে শুরু হবার কথা থাকলেও কেন দেরি হচ্ছে? সৈকত জানালেন,‘ছবিটির গল্প নতুনভাবে লিখতে হচ্ছে। কারণ ছবিটির সাথে বাংলাদেশের পুলিশ সরাসরি যুক্ত। তাদের সাম্প্রতিক নির্দেশনা মাথায় রেখে চিত্রনাট্য করতে হচ্ছে।

ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন ফারুক হোসেন। ছবির নায়ক হিসেবে এখন পর্যন্ত শিপন থাকছেন বলে প্রযোজনা সংস্থা সূত্র জানিয়েছে। তবে তার বদলে ওমকেও নেওয়ার চিন্তা-ভাবনাও চলছে বলে জানা গেছে।

ভারতের এসকে মুভিজের সাথে যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির শুটিং শুরু হবে জুনের শেষ সপ্তাহ থেকে।