সানি লিওন সম্পর্কে সবারই কম বেশি ধারনা আছে। প্রসঙ্গ যখন বলিউড, তখন অন্য দশজন নায়িকার মতোই আচরণ সানি লিওনের। সম্ভবত এ কারণেই ‘রাগিনি এমএমএস টু’ সিনেমার প্রচারণায় অতৃপ্ত সানি।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সানি মনে করছেন, সিনেমার প্রমোতে তার শরীরকে অনেক বেশি ফোকাস করা হয়েছে। সিনেমার ট্রেইলারে ‘লাভ মেকিং দৃশ্য রাখা’, ‘তার অন্তর্বাস হারিয়ে যাওয়া নিয়ে সংবাদ প্রকাশ’ কিংবা ‘হাত দিয়ে নিজের শরীর ঢাকার ছবি প্রকাশ’-এ সবকিছুই সিনেমাটিতে যৌনতার ইঙ্গিত দেওয়ার সুস্পষ্ট প্রমাণ। যদিও এটি ভৌতিক ছবি, এবং গল্পের কারণে অনেক কিছুই এসেছে, তবু প্রচারণায় একটা মাত্রা মেনে নেওয়া দরকার।
সূত্র মতে, ‘জিসম টু’, ‘জ্যাকপট’ এবং ‘রাগিনি এমএমএস টু’ সিনেমা করার পর সানি এখন বলিউড নিয়েই ভাবছেন। গল্পের খুব বেশি প্রয়োজন না হলে নিজের শরীর দেখাতে রাজি নন কানাডিয়ান এই সাবেক পর্ন তারকা।