logo

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ | ১০ মাঘ, ১৪২৭

header-ad

স্লিম ঠোঁটের আনুশকা

ফেমাস নিউজ ডেস্ক | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৪

সার্জারির পর নিজের ঠোঁটটি স্লিম কওে ফেলেছেন বলিউডের আলোচিত নায়িকা আনুশকা শর্মা। ফোলা ফোলা সেই ঠোঁট এখন আরও আকর্ষণীয় হয়ে গেছে। আর এটি প্রথমবার দেখা গেল ‘কফি উইথ করন’ চ্যাট শো-তে৷

হঠাত্ করে ‘কসমেটিক চেঞ্জ’ কেন? বিরাটকে সারপ্রাইজ দিতেই নাকি এই কাণ্ড করলেন আনুশকা৷ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেমের গুঞ্জন চলছিল অনেক আগে থেকেই। সামনেই আসছে ভ্যালেন্টাইনস ডে৷ বিশেষ ওই দিনটি বিরাটের সঙ্গে একান্তে কাটাতে নিউজিল্যান্ড উড়ে যাওয়ার প্ল্যানও করেছেন আনুশকা। আর সেখানেই প্রথমবারের মতো বিরাট দেখতে পাবেন আনুশকার নতুন ঠোঁট।

আনুশকা শর্মা তার প্রথম ছবি ‘রব নে বনা দি জোড়ি’ থেকেই বলিউড মাতাচ্ছেন। তবে এর আগেও আনুশকার ‘বিগ লিপস’ নিয়ে বহু চর্চা হয়েছে৷ প্রাণবন্ত হাসির সঙ্গে একটু বেমানান ছিল তার চওড়া ঠোঁট৷ সেই ঠোঁটকেই কেটে স্লিম করে দিলেন আনুশকা৷ সার্জারির পর তার ঠোঁট এখন দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে।