logo

রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ | ১০ মাঘ, ১৪২৭

header-ad

বিগবির ছন্দে হানি সিং

ফেমাস নিউজ ডেস্ক | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৪

বলিউডের নতুন তারকা পপ গায়ক সনি সিং বিগবির ছন্দে নাচবেন ও গাইবেন। শিগগিরই ‘ভূতনাথ’ ছবির সিকোয়েল ‘ভূতনাথ রির্টানস’-এ অমিতাভের ছন্দে জোট বাঁধছেন হানি৷

এ বিষয়টি মাথায় নিয়েই তারা এখন তারা ব্য¯ত সময় কাটাচ্ছেন অনুশীলনে। এর আগে একতা কাপুর প্রযোজিত ‘রাগিনি এমএমএস’ ছবিতে নায়িকা সানি লিয়নের সঙ্গে জোট বেঁধে হানি সিং নেচে গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

তবে হানির নাচ গানই নয়, শোনা যাচ্ছে ছবিটির হিপহপ গানের সঙ্গে একেবারে নতুন ভাবে নাচবেন বিগবি৷ ‘ভূতনাথ রির্টানস’ ছবির গোটা টিম মনে করছেন এই গান নাচের মাধ্যেমে অমিতাভ বচ্চন নাকি এখনো টেক্কা দিতে পারেন রণবীর ও শাহিদকে!
আসছে বুধবার মুম্বাইয়ের হিন্দুস্থান স্টুডিওতে ছবির জন্য শ্যুট করা হবে এই নাচের।
সূত্র- ওয়েবসাইট।